
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পিন্টু (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে হিলভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রাতে কয়েকজন যুবক পিন্টুর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, “নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
নিহত পিন্টুর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
