মিরসরাইয়ে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ীকে ধাক্কা দিয়ে পালালো গাড়ি, মৃত্যু


চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় খায়ের উদ্দিন ডালিম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার বারইয়ারহাটের ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত খায়ের উদ্দিন ডালিম ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুনজরা ইউনিয়নের আলোকদিয়া গ্রামের রেয়ান উদ্দিন ভূঁইয়ার ছেলে। তিনি বারইয়ারহাট কাঁচাবাজার এলাকায় একটি ইলেকট্রনিক্সের দোকান চালাতেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে ডালিম দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ধুমঘাট ব্রিজ এলাকায় একটি অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, “পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত গাড়ির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”