ফটিকছড়িতে সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ শুরু


চট্টগ্রামের ফটিকছড়িতে সুবিধাবঞ্চিত গ্রামীণ তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ’ (টেকাব) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে স্থানীয় জহুরুল হক মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, “তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে সুদক্ষ করে তোলা এখন সময়ের দাবি। এই প্রশিক্ষণ থেকে শিক্ষার্থীরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।”

তিনি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ছফি উল্লাহ এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল হক ভূইয়া।

আয়োজকরা জানান, ভ্রাম্যমাণ আইটিসি ট্রেনিংয়ের এই কোর্সে ২০ জন যুবক এবং ২০ জন যুবতীসহ মোট ৪০ জন অংশগ্রহণ করছেন। এর আগে গত ২৬ আগস্ট অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় সাড়ে তিন শতাধিক আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৩৭ জন অংশ নেন। মৌখিক ও শারীরিক পরীক্ষার পর চূড়ান্তভাবে ৪০ জনকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, “তথ্যপ্রযুক্তির অবাধ বিচরণের যুগে তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলাই যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা প্রযুক্তিতে দক্ষ হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের উন্নয়নেও ভূমিকা রাখবে।”