আগামী নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ : সমীরণ দেওয়ান


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিএনপির জন্য একটি ‘বড় চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান।

সোমবার খাগড়াছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সমীরণ দেওয়ান বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলো বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। এই আসনটি (খাগড়াছড়ি) বিএনপিকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি সদরের মহাজন পাড়ার সূর্য শিখা ক্লাব মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে। পরে একই স্থানে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমার সভাপতিত্বে এবং জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক অজয় সেন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির একাংশের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা গফুর আহম্মদ তালুকদার ও প্রিয় রঞ্জন খীসা, বিএনপি নেতা চৌধুরী মোহাম্মদ বেলাল এবং নারী নেত্রী পরিনীতা দেওয়ান ও ফাতেমা খাতুন রুনা।