কোনো ঘটনাকেই ছোট ভাববেন না : নজরুল কবির দীপু


তৃণমূলের সংবাদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সত্যনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল কবির দীপু।

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকার একটি রেস্টুরেন্টে পত্রিকাটির সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভার শুরুতে একুশে পত্রিকার প্রধান প্রতিবেদক শরীফুল ইসলামকে (রুকন) একটি বিশেষ অর্জনের জন্য অভিনন্দন জানানো হয়। তিনি আগামী ২০ থেকে ২৪ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠেয় ‘গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্স (জিআইজেসি) ২০২৫’-এ যোগদানের জন্য নির্বাচিত হয়েছেন। গণমাধ্যম উন্নয়ন সংস্থা এমআরডিআই, সুইডেনের ফোজো মিডিয়া ইনস্টিটিউটের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এই সম্মেলনে অংশ নিতে সহায়তা করছে। ধারাবাহিকভাবে মানসম্পন্ন, গভীর ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে শরীফুল ইসলামকে এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে।

সভায় উপজেলা প্রতিনিধিদের ‘মূল শক্তি’ হিসেবে উল্লেখ করে নজরুল কবির দীপু বলেন, “আপনাদের এলাকার মানুষের সাফল্য, সমস্যা, বঞ্চনা ও সম্ভাবনার প্রতিটি কথাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কোনো ঘটনাকেই ছোট ভাববেন না। কেবল ঘটনার বিবরণ না দিয়ে, ঘটনার পেছনের কারণ এবং তার প্রভাব নিয়ে কাজ করুন।”

সাংবাদিকতার মূলনীতি স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “যেকোনো পরিস্থিতিতে সংবাদের ভিত্তি হবে সত্য ও নিরপেক্ষতা। একটি ভুল তথ্য আমাদের সকলের অর্জনকে ম্লান করে দিতে পারে। তাই যেকোনো তথ্য প্রকাশের আগে তার সত্যতা একাধিক সূত্র থেকে যাচাই করা বাধ্যতামূলক।”

সভায় তিনি শুধু সমস্যা তুলে না ধরে, সমাধানের পথ বাতলে দেওয়া, ডিজিটাল মাধ্যমে দক্ষতা অর্জন, সংবাদের সাথে ছবি-ভিডিও যুক্ত করা এবং ঝুঁকিপূর্ণ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন।

চট্টগ্রামের স্থানীয় পত্রিকা হিসেবে এ অঞ্চলের উন্নয়ন, সংকট ও ঐতিহ্যের সংবাদকে বিশেষ প্রাধান্য দিতে এবং নগর ও উপজেলার সাংবাদিকদের মধ্যে সমন্বয় রেখে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় সাংবাদিকরা বিভিন্ন পরামর্শ দেন। ভারপ্রাপ্ত সম্পাদক তাদের পরামর্শগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।