
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবেশে ওঠা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শহীদ ওরফে সদিয়া (৩৩) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডীপুর ইউনিয়নের খাজা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যাত্রী সেজে কয়েকজন ছিনতাইকারী শহীদের অটোরিকশায় ওঠে। কেচিয়াপাড়া এলাকায় পৌঁছালে তারা রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। শহীদ এতে বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ জানান, শহীদ মাত্র আট দিন আগে পটিয়ায় এসে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি পটিয়ায় ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় রাতের বেলায় পথচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”
