নতুন ভূমিকায় কক্সবাজারে পিটার হাস: কূটনীতিক থেকে এবার জ্বালানি ও স্বাস্থ্যসেবায়


বাংলাদেশের রাজনীতি ও কূটনীতির মাঠে একসময়কার আলোচিত চরিত্র, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে আবারও দেখা গেল দেশের মাটিতে, তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায়। কূটনীতিকের পরিচয় ছাপিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান ‘এক্সিলারেট এনার্জি’র কৌশলগত উপদেষ্টা হিসেবে তিনি এখন কক্সবাজারে। তার এই সফরকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন পিটার হাস। তার সঙ্গে ছিলেন আরও দুই সহযোগী—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। বিমানবন্দর থেকে নেমেই তারা স্পিডবোটে করে রওনা হন মহেশখালীর উদ্দেশে, যা বাংলাদেশের জ্বালানি খাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

কেন এই মহেশখালী সফর?

পিটার হাসের এই সফরের কেন্দ্রবিন্দু ছিল মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে অবস্থিত “এক্সিলারেট হোপ হসপিটাল”। যুক্তরাষ্ট্রভিত্তিক এলএনজি কোম্পানি এক্সিলারেট এনার্জি এবং হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই হাসপাতালটি নির্মিত হয়েছে। মূলত এই কোম্পানির কৌশলগত উপদেষ্টা হিসেবে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি হাসপাতালটি পরিদর্শনে যান। বেলা ১১টার দিকে প্রতিনিধিদলটি হাসপাতালে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানান হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি পিটার হাস সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। এই উদ্যোগটি কেবল জ্বালানি নিরাপত্তাই নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক্সিলারেট এনার্জির প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনভর মহেশখালীতে আরও কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফর শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

কূটনীতিক হিসেবে বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে সোচ্চার থেকে পিটার হাস সবসময়ই সংবাদ শিরোনামে ছিলেন। অবসরের পর তার নতুন কর্মপরিধি এবং আবারও বাংলাদেশ সফর প্রমাণ করে, ভিন্ন আঙ্গিকে হলেও এদেশের সঙ্গে তার পেশাগত যোগাযোগ অক্ষুণ্ণ রয়েছে। তার এই সফর জ্বালানি খাতের পাশাপাশি করপোরেট সামাজিক দায়বদ্ধতার এক নতুন দিক উন্মোচন করল।