দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাটহাজারীর যুবকের মৃত্যু


চট্টগ্রামের হাটহাজারীর এক যুবক সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

নিহত মো. জয়নাল আবেদীন (২৯) হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুজানগর এলাকার জসিম উদ্দিনের ছেলে।

তার ভাগিনা শাকিল জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুবাইয়ের সানাইয়া এলাকায় নিজের কর্মস্থলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, “মামা (জয়নাল) প্রায় চার বছর ধরে দুবাইয়ে ছিলেন। দেড় মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে আবার সেখানে যান। বুধবার রাতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় অসাবধানবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।”

ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয় বলে জানান শাকিল।
তিনি আরও জানান, মরদেহটি বর্তমানে দুবাইয়ের দেরা এলাকার একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

জয়নাল আবেদীন ছয় বছর বয়সী এক মেয়ে এবং তিন বছর বয়সী এক ছেলের বাবা ছিলেন।