চবিতে মশাল জ্বেলে প্রশাসনের পদত্যাগ চাইল ছাত্রদল


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় প্রশাসনের ‘ব্যর্থতার’ অভিযোগ তুলে তাদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে মশালমিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের গোলচত্বর থেকে শুরু হয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কোপ খায়, প্রশাসন নিয়োগ চালায়’ ইত্যাদি স্লোগান দেন।

তাদের দাবির মধ্যে আরও ছিল—হামলাকারীদের বিচার, আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “সাম্প্রতিক ঘটনায় প্রায় দেড় হাজার শিক্ষার্থী আহত হলেও প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। আহত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করতেও তারা ব্যর্থ। নিরাপত্তা নিশ্চিত করার বদলে প্রশাসনের চিন্তা কেবল নিয়োগ পরীক্ষা নিয়ে। তাই আমরা প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি করছি।”

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেইন বলেন, “আমরা বারবার বলেছি, এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ন্যূনতম বিবেক থাকলে প্রক্টরিয়াল বডি নিজেই পদত্যাগ করত। অবিলম্বে তাদের ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত, নইলে সব সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা একত্রে পদক্ষেপ নেবে।”