চট্টগ্রামে ‘এমবিএস’ গ্যাংয়ের ৯ সদস্য পুলিশের জালে


চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে মারধরের মামলায় ‘এমবিএস’ (মোহাম্মদপুর বয়েস সিন্ডিকেট) নামে একটি কিশোর গ্যাংয়ের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরের হামজারবাগ ও মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে কেউ শিক্ষার্থী, আবার কেউ দোকানের কর্মচারী।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করত। সপ্তাহখানেক আগে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে মারধর করলে সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, “আসামিদের গ্রেপ্তারে হামজারবাগ ও মোহাম্মদপুরে স্বস্তি ফিরে এসেছে।”

গত বছরের মার্চে নগর পুলিশের করা এক জরিপে উঠে আসে, চট্টগ্রাম নগরে প্রায় ২০০টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যাদের সদস্য সংখ্যা প্রায় ১,৪০০। জরিপে বলা হয়, গত ছয় বছরে ৫৪৮টি অপরাধের ঘটনায় কিশোর গ্যাং জড়িত ছিল এবং তাদের প্রশ্রয়দাতা হিসেবে ৬৪ জন ‘বড় ভাই’ রয়েছেন।

পুলিশের ওই জরিপ অনুযায়ী, চট্টগ্রামের স্কুলগুলোতে অনুপস্থিত থাকা ৫৪ শতাংশ শিক্ষার্থীর বেশির ভাগই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। এসব কিশোর ছিনতাই, চুরি, মাদক কেনাবেচা, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার মতো অপরাধে জড়িয়ে পড়ছে।