
সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরনের মা এবং বীর মুক্তিযোদ্ধা হাসনা মালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে নগরীর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
হাসনা মালেক চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি এবং একজন সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচনেও অংশ নিয়েছিলেন।
তিনি সাবেক ফিফা রেফারি ও চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ রিপনের মা।
পরিবার জানিয়েছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুমা নগরীর চানমারি কাঁচা বাজার এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা হাসনা মালেকের মৃত্যুতে চট্টগ্রামের ক্রীড়া, রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। এক বিবৃতিতে চট্টগ্রাম জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।
একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল কবির দীপু পৃথক এক শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা হাসনা মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক আবেগঘন বার্তায় তিনি বলেন, “হাসনা মালেক শুধু একজন ব্যক্তি নন, তিনি ছিলেন আমাদের ইতিহাসের এক জীবন্ত অধ্যায় এবং মুক্তিযুদ্ধের চেতনার এক বাতিঘর। যে বয়সে মানুষ নিজের জীবন নিয়ে ভাবে, সেই বয়সে তিনি দেশের জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। তাঁর মতো সাহসী মানুষের আত্মত্যাগের ওপরই দাঁড়িয়ে আছে আমাদের এই স্বাধীন দেশ।”
তিনি আরও বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য তাঁর অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি একজন রত্নগর্ভা মা হিসেবে তিনি আদর্শ সন্তান গড়ে তুলে সমাজকে ঋণী করে গেছেন। তাঁর সন্তানেরা আজ নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, যা তাঁর সফল মাতৃত্বেরই প্রতিচ্ছবি। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম কেবল একজন কৃতি সন্তানকে হারায়নি, আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবককে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়, তবে তাঁর রেখে যাওয়া দেশপ্রেম ও আদর্শ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দেবে।”
এদিকে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল এক বিবৃতিতে হাসনা মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের আহ্বায়ক হোসেন বুলু ও সদস্য সচিব সেলিম নাছির মরহুমাকে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে বলেন, “স্বাধীনতার যুদ্ধে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি দেশবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
