- দীঘিনালার পাহাড়ে কাশফুলের শুভ্র সমারোহ, ভিড় দর্শনার্থীদের
নীল আকাশে সাদা মেঘের ভেলা আর পাহাড়ের ঢালে দুলছে শুভ্র কাশফুল—বর্ষার শেষে শরতের এই আগমনী বার্তা নিয়ে সেজেছে খাগড়াছড়ির দীঘিনালার পাহাড়ি জনপদ। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রথীচন্দ্র কার্বারী পাড়ায় গেলেই চোখে পড়ে সাদা তুলোর মতো কাশফুলের এই অপরূপ দৃশ্য। দীঘিনালা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে আট মাইল এলাকা থেকে মাত্র আধা কিলোমিটার ভেতরে গেলেই দেখা মেলে পাহাড়, মেঘ আর বাতাসে দোল খাওয়া কাশফুলের এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের।
- নীল আকাশে সাদা মেঘের ভেলা, পাহাড়ে দুলছে কাশফুল
প্রাকৃতিক সৌন্দর্যের টানে এখানে ছুটে আসছেন সব বয়সের মানুষ। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অনেকেই হারিয়ে যাচ্ছেন কাশফুলের শুভ্রতার মাঝে। কেউ ছবি তুলছেন, কেউবা নীরবে উপভোগ করছেন শরতের রূপ। দর্শনার্থীদের রঙিন পোশাক আর শিশুদের উচ্ছ্বাস সাদা কাশফুলের ক্যানভাসে যোগ করেছে এক নতুন মাত্রা।

ভ্রমণে আসা দর্শনার্থী মো. শামীম বলেন, “কাশবন, আকাশ আর পাহাড় মিলেমিশে যে সৌন্দর্যের সৃষ্টি করেছে তা সত্যিই মনোমুগ্ধকর। এখানে এসে মনে এক ধরনের প্রশান্তি অনুভব করছি।”
আরেক দর্শনার্থী কুহেলিকা ত্রিপুরা বলেন, “পাহাড়ের মাঝে এমন কাশবন নীল আকাশের সঙ্গে মিশে এক নস্টালজিক সৌন্দর্যের সৃষ্টি করেছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধুদের সাথে আনন্দঘন সময় পার করছি আর প্রচুর ছবি তুলছি।”
- পাহাড়ে শরতের কাশফুলে মুগ্ধ দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
শুক্রবার ছুটির দিনে কাশবনের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি বলেন, “কাশবন, পাহাড় আর নীল আকাশের এই দৃশ্য দেখে আমি মুগ্ধ। দীঘিনালার এমন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোকে পর্যটনবান্ধব করা গেলে এটি ভ্রমণপিপাসুদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে।”



