সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত


চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্তদের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী।

অনুদান বিতরণকালে শাহজাহান চৌধুরী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক সংগঠনও। জনগণের দুঃসময়েই পাশে দাঁড়ানো আমাদের ঐতিহ্য। নাগরিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সেক্রেটারি তারেক হোসাইন, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সেক্রেটারি ফারুক হোসাইন, সাবেক সভাপতি ডা. জাফর উল্লাহ এবং ওয়ার্ড সভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াছসহ স্থানীয় নেতৃবৃন্দ।