
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার রাত ৮টার দিকে আইস ফ্যাক্টরি রোডের বায়েজিদ নার্সারির পাশ থেকে একটি শপিং ব্যাগের ভেতর থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এ তথ্য জানায়।
র্যাব-৭–এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই ঝোপ থেকে শপিং ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগ খুলে বন্দুক ও কার্তুজগুলো পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
