হাটহাজারী মাদ্রাসা নিয়ে ‘উসকানিমূলক’ পোস্ট, ফটিকছড়িতে যুবক আটক


হাটহাজারী মাদ্রাসা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অশালীন অঙ্গভঙ্গি’ করে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আরিয়ান ইব্রাহীম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং কিছু বিক্ষুব্ধ লোকজন বাসস্টেশন এলাকায় গাড়ি ভাঙচুর করেছে।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ওই যুবককে আটক করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, শনিবার দুপুরে চট্টগ্রামে জশনে জুলুসে যাওয়ার পথে আরিয়ান ইব্রাহীম হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশালীন অঙ্গভঙ্গি করে একটি ছবি তোলেন। পরে সেই ছবি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফটিকছড়ি ও হাটহাজারীর কওমি অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা সৃষ্টি হয়।

এরই জেরে জশনে জুলুস থেকে ফেরার পথে শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

এদিকে, আরিয়ানের ফেসবুক প্রোফাইলে ‘ফটিকছড়ি পৌরসভা ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি’ পরিচয় লেখা থাকলেও ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের সভাপতি একরাম উল্লাহ চৌধুরী এক বিবৃতিতে জানিয়েছেন, আরিয়ান ছাত্রদলের কেউ নন।

আটকের পর আরিয়ান ইব্রাহীম ফেসবুক লাইভে এসে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকে হাটহাজারী মাদ্রাসা ও আশেপাশের এলাকায় উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার বাইরে হাটহাজারী বাসস্টেশন এলাকায় একদল লোক সড়ক অবরোধ করে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ বলেন, “আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাটহাজারীর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ কাজ করছে।”