
চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে একটি ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার লাখেরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামীর ৪ নম্বর কোলাগাঁও ইউনিয়ন শাখার তত্ত্বাবধানে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোহাম্মদ ফরিদুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ডা. ফরিদুল আলম বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একজন চিকিৎসক হিসেবে আমি পটিয়ার প্রতিটি জনপদে এই সেবা পৌঁছে দিতে চাই।” তিনি প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ও যুগোপযোগী সেবা নিশ্চিত করারও অঙ্গীকার করেন।
ক্যাম্পে হৃৎরোগ, মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু এবং চর্মরোগের বিশেষজ্ঞরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালারপোল সাংগঠনিক থানার নায়েবে আমির মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালারপোল সাংগঠনিক থানার আমির এস. এম. নাছির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ডা. ফরিদুল আলম চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
