ছাত্রত্ব নেই, তবু ছাত্রলীগ সভাপতি হতে চান তিনি

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে; অভিযোগ ওঠেছে, ছাত্রত্ব নেই এমন একজন সেখানে সভাপতি প্রার্থী হয়েছেন।

অভিযুক্ত আলী শাহ’র পাশাপাশি রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি পদে আসতে চান নাইম উদ্দিন ওরফে বাবলা তালুকদার, ইকবাল হোসেন ও সোহেল হোসেন।

ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত ও প্রত্যায়নপত্র জমা নেয় রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ। উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়বসহ জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে ইতিমধ্যে সংশ্লিষ্টদের সাক্ষাতকারও সম্পন্ন হয়েছে।

রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি পদে চারজন প্রার্থী আছেন। এরমধ্যে রাঙ্গুনিয়া কলেজ কর্তৃপক্ষের দেয়া তিন সভাপতি প্রার্থীর প্রত্যয়নপত্র ছিল একরকম। কিন্তু অপর প্রার্থী আলী শাহ’র প্রত্যয়নপত্রটি ছিল ভিন্ন। সেখানে উল্লেখ আছে, ২০১১-১২ সেশনে রাঙ্গুনিয়া কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন আলী শাহ। ভর্তি রেজিস্টার অনুযায়ী তার রোল নাম্বার ছিল ৫৭।

নাম প্রকাশে অনিচ্ছুক রাঙ্গুনিয়ার এক ছাত্রলীগ নেতা বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী, নিয়মিত ছাত্র হলেই ছাত্রলীগের পদ লাভের জন্য আবেদনের যোগ্য হওয়া যায়। আলী শাহ’র প্রত্যায়নপত্রে উল্লেখ আছে, তিনি ২০১১-১২ সেশনে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। কিন্তু এখন তো ২০১৭ সাল। তাই তার তো এখন ছাত্রত্ব নেই। সবাই অবাক হয়েছে, অছাত্র কিভাবে ছাত্রলীগের সভাপতি প্রার্থী হতে পারে?’

অভিযোগের বিষয়ে আলী শাহ একুশে পত্রিকাকে বলেন, ‘আমার ছাত্রত্ব আছে কী নেই এসব লিডাররা তো ভালো করেই জানে। আপনি লিডারদের সাথে আলোচনা করুন, আমার ছাত্রত্ব সম্পর্কে ওনারা ভালো করে জানবে। আমার ছাত্রত্ব না থাকলে তো আমি প্রার্থী হতাম না।’

রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত একুশে পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে মন্ডিত। দেশের প্রধান এই ছাত্র সংগঠনের দায়িত্বে যে কেউ আসতে চাইবে, এটাই স্বাভাবিক। আলী শাহ’র ব্যাপারে তিনজন আমাদেরকে একটা অভিযোগ দিয়েছে। এখন ছাত্রলীগের গঠনতন্ত্র বলে একটা বিষয় আছে। আমরা গঠনতন্ত্র মেনে কমিটি গঠনের কাজ করবো।’

এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলম একুশে পত্রিকাকে বলেন, ‘প্রার্থীদের সমস্ত তথ্য যাচাই-বাছাই করার কাজ শুরু করতে যাচ্ছি আমরা। আলী শাহ’র ছাত্রত্ব না থাকার ব্যাপারে কিছু অভিযোগ পেয়েছি আমরা। এই অভিযোগটি আমরা খতিয়ে দেখবো। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসরণ ও আমাদের এমপি মহোদয়ের পরামর্শক্রমে রাঙ্গুনিয়া কলেজ কমিটি গঠনের কাজ এগিয়ে নেব।’