চট্টগ্রামে পানির আড়ালে নকল তেল, কারখানা সিলগালা


চট্টগ্রামে অনুমোদন ছাড়া পানি এবং নকল ইঞ্জিন অয়েল তৈরির অভিযোগে একটি কারখানা সিলগালা করে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে নগরের খাজা রোড মাইজপাড়া এলাকায় ‘সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ নামের ওই প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্বে থাকা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, কারখানাটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পানি প্রক্রিয়াজাত ও বাজারজাত করে আসছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আড়ালে নকল ‘স্টারিং পাওয়ার অয়েল’ তৈরি করা হচ্ছিল।

তিনি বলেন, “এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।”

এই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে জয়নাব মেডিকেল হল ও জননী মেডিসিন হল নামের দুটি দোকানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া মেয়াদবিহীন মিষ্টি বিক্রির জন্য আল হাসান নামের একটি প্রতিষ্ঠানকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিল।