কক্সবাজারে ক্রিকেটার মুশফিকের নিখোঁজ স্বজনের লাশ উদ্ধার


কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ কলেজছাত্র জুহায়ের আয়মানের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। আগের দিন রোববার লাবণী পয়েন্টে ভেসে যাওয়ার পর সোমবার ভোরে সমিতিপাড়া সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আয়মান ক্রিকেটার মুশফিকুর রহিমের খালাতো ভাইয়ের ছেলে।

স্থানীয় জেলেরা সোমবার ভোর সোয়া ছয়টার দিকে সমিতিপাড়া সৈকতের বালুচরে একটি লাশ পড়ে থাকতে দেখে লাইফগার্ড সদস্যদের খবর দেন। পরে বিচ কর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মামা মো. মোজাহিদুর রহিম লাশটি শনাক্ত করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং দুপুর ১২টার দিকে স্বজনেরা মরদেহ নিয়ে বগুড়ার বাড়ির পথে রওনা হয়েছেন।

নিহতের স্বজনরা জানান, এইচএসসি পরীক্ষা শেষে পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার তারা কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। আয়মানের বাড়ি বগুড়া পৌরসভার কাটনারপাড়া এলাকায়।

সি-সেফ লাইফগার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমদ জানান, রোববার দুপুরে ঢেউয়ের তোড়ে তিনজন সাগরে ভেসে যান। তাৎক্ষণিকভাবে লাইফগার্ড ও বিচ কর্মীরা দুজনকে উদ্ধার করতে পারলেও আয়মানের খোঁজ পাওয়া যায়নি। রাত পর্যন্ত সাগরের কয়েক কিলোমিটারজুড়ে তল্লাশি চালিয়েও তার সন্ধান মেলেনি।

সৈকতের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, লাবণী থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত কয়েকটি স্থানে গুপ্ত খাল থাকায় সেখানে পর্যটকদের নামতে নিষেধ করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।