
চট্টগ্রামে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ অব্যাহত রয়েছে। গত একদিনে জেলায় নতুন করে ৪۳ জন ডেঙ্গু এবং ২৯ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬৬ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বুধবার জানান, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বিআইটিআইডিতে ৯ জন, জেনারেল হাসপাতালে ৪ জন এবং বিভিন্ন উপজেলা ও বেসরকারি হাসপাতালে ৯ জন চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাসে ৭০৫ জন এবং সেপ্টেম্বরের প্রথম দশ দিনে ২৮৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে ৯৭৬ জন নগরীর এবং ৮৯০ জন জেলার অন্যান্য উপজেলার বাসিন্দা।
জেলার উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি; সেখানে চলতি বছর ৩২১ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই রয়েছে বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া ও সাতকানিয়া।
অন্যদিকে, চট্টগ্রামে চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭৭ জনে। এদের মধ্যে ১ হাজার ৬৮৯ জন পুরুষ, ১ হাজার ২৬৩ জন নারী এবং ২২৫ জন শিশু রয়েছে।
