রাঙ্গুনিয়ায় তরুণ দলের নেতৃত্বে সাদ্দাম-সাঈম


বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের রাঙ্গুনিয়া উপজেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

৫১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে মো. সাদ্দাম হোসেনকে সভাপতি এবং মো. সাঈমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক নাহিদুল ইসলাম ও সদস্য সচিব শরীফ হোসাইন মাসুদের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে সাইফুল ইসলাম লাভলু, সহ-সভাপতি হিসেবে জাহাঙ্গীর আলম, মিনহাজ তালুকদার, মো. ইমন, মোহাম্মদ হাসান, ইমরান খান, ওমর সিকদার, রুহুল আনিস, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাহেদ, শওকত হোসেন চৌধুরী, সুকান্ত দে, আজাদ হোসেন, মো. শাহিন ও মিজানুর রহমান ফাহিমকে মনোনীত করা হয়েছে।

অন্যদিকে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আরিফ হোসেন জয়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মো. শাহেদ, মো. সিয়াম, নজরুল ইসলাম, আজমীর হোসেন, মো. বাচা, মোহাম্মদ তাইজুল, মোহাম্মদ ইসমাইল ও মো. রাসেল।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাকিব, মো. নয়ন ও মোহাম্মদ জিসান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন জহিরুল ইসলাম বাবর, মারুফুল ইসলাম মিরাজ, মোহাম্মদ আরফাত, জাহেদুল আলম ফয়সাল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জোবায়ের, মোহাম্মদ মুরাদ, তৌহিদুল আনোয়ার চৌধুরী ও মোহাম্মদ তারেক।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে রবিউল করিম, সহ-দপ্তর সম্পাদক ইসতিয়াক হাসান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাইছারুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল জব্বার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহ আলম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে ওমর বিন আব্দুল আজিজ দায়িত্ব পেয়েছেন।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ নাহিদ, বদিউল আলম, মোহাম্মদ ওবায়দুল্লাহ, মোহাম্মদ আইয়ুব ও আরিফুল ইসলাম।

নবগঠিত কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সবসময় গণতন্ত্র, দেশপ্রেম ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। রাঙ্গুনিয়ায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, তরুণরাই জাতির প্রাণশক্তি। তাই তরুণদের শক্তি, সাহস ও আদর্শকে কাজে লাগিয়ে রাঙ্গুনিয়ায় একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “আমরা গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে সামনে রেখে কাজ করব। এই কমিটির প্রত্যেক সদস্য দেশ ও জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদী।”