পরীক্ষা শেষে গোসলে নেমে পুকুরে ডুবে গেল স্কুলছাত্র


চট্টগ্রামের হাটহাজারীতে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত প্রান্ত দে (১৫) দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র প্রান্ত দে প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে পাশের ব্রহ্মানন্দ আশ্রমের পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় পুকুরের মাঝামাঝি গিয়ে সে পানিতে ডুবে যায়।

এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে জাল ফেলে প্রান্তকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক আলতাফ হোসেন বলেন, “স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি, পুকুরে আরও অনেকে গোসল করছিল, এর মধ্যেই প্রান্ত তলিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।”

প্রান্তর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।