চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুতের তারে জড়িয়ে শশী চক্রবর্তী (১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে ঘরের কাছে ফুল কুড়াতে গিয়ে শশী বিদ্যুৎস্পৃষ্ট হন।
শশী চক্রবর্তী বোয়ালখালী উপজেলার উত্তরভ’র্ষি গ্রামের বিশ্বনাথ চক্রবর্তীর মেয়ে। অন্নদাজীবন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী ছিলেন শশী।
বোয়ালখালী থানার ওসি মোঃ সালাউদ্দিন রেজা জানান, ঘরের পাশের গাছ থেকে ফুল কুড়াতে গিয়ে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুস্পৃষ্ট হন শশী। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় সেখানে তার মৃত্যু হয়।
