
চট্টগ্রামের রাউজানে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পশ্চিম গহিরা এলাকায় এ ঘটনায় দুজনই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহতরা হলেন- রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড শাখার সভাপতি মো. রাশেদ ও অপর নেতা মো. আজগর আলী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুজনের মধ্যে আগে থেকেই কোন্দল ছিল। এর জেরে বৃহস্পতিবার বিকালে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে এক পর্যায়ে তা মারামারিতে গড়ায়।
আহত আজগর আলী অভিযোগ করেছেন, তাকে ‘হত্যার উদ্দেশ্যে’ রাশেদ এই হামলা চালিয়েছে।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।”
