সভাপতি নিয়োগ নিয়ে বিরোধ: লোহাগাড়ার মাদ্রাসা কমিটির গেজেট স্থগিত


চট্টগ্রামের লোহাগাড়ার একটি ফাজিল মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির গেজেট তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

উপজেলার কলাউজান শাহ্ রশিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্যের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।

একইসঙ্গে, কেন ওই গেজেটটি বাতিল করা হবে না, তা জানতে চেয়ে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারী ও মাদ্রাসার সাবেক সভাপতি সাইফুদ্দিন হাসান বলেন, “প্রতিষ্ঠাতা, দাতা সদস্য ও এলাকাবাসীর মতামতের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয় যেভাবে সভাপতি নিয়োগ দিয়েছে, তা বোধগম্য নয়।”

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল মুহছেন জানান, গভর্নিং বডির প্রতিষ্ঠাতা, দাতা, অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের পর তাদের পরামর্শে সভাপতি মনোনয়নের জন্য তিনজনের একটি প্যানেল ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় সেই প্যানেল থেকে কাউকে মনোনীত না করে ড. আহমদ আলিকে সভাপতি ও আরেকজনকে বিদ্যুৎসাহী সদস্য করে গত ২৯ মে গেজেট প্রকাশ করে। সেই গেজেট অনুযায়ী একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল।”

পরবর্তীতে প্রতিষ্ঠাতা সদস্য সাইফুদ্দিন হাসান রিট করলে গত ১৮ আগস্ট হাই কোর্ট শুনানি শেষে ওই গেজেটের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে। অধ্যক্ষ জানান, আদালতের আদেশের কারণে বর্তমানে সভাপতি এবং বিদ্যুৎসাহী সদস্য ছাড়াই কমিটির কার্যক্রম চলছে।