জায়গা নিয়ে বিরোধ: লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে জেঠাতো ভাই খুন


চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গার সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার আধুনগর ইউনিয়নের গাড়িয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শাহ আলম (৫০) ওই এলাকার মৃত হাজী আশরাফ আলীর ছেলে এবং আধুনগর বাজারের একজন লেপতোশক ব্যবসায়ী ছিলেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, বাড়ির পাশে রাস্তা মেরামত করা নিয়ে শাহ আলমের সঙ্গে তার চাচাতো ভাই লাভলুর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাভলু হাতে থাকা কোদাল দিয়ে শাহ আলমের মাথায় ও ঘাড়ে আঘাত করেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত লাভলু পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি জব্দ করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।