
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক ডেপুটি স্পিকার শাহজাহান চৌধুরী।
শুক্রবার বিকালে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাতকানিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে সাতকানিয়া হাই স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পারে। অথচ সাতকানিয়ায় খেলাধুলার ঐতিহ্য থাকলেও অবহেলার কারণে এ ক্ষেত্র পিছিয়ে পড়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষ অবৈধভাবে ক্ষমতায় থেকে মামলা ও হামলার মাধ্যমে সাধারণ মানুষকে অতিষ্ঠ করেছে। এতে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও চিকিৎসা ক্ষেত্রে এ অঞ্চল পিছিয়ে যায়।”
টুর্নামেন্টের ফাইনালে সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে নলুয়া যুব একাদশ চ্যাম্পিয়ন হয়।
উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলামসহ জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
