‘বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তারা বিএনপি নয়’


বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজিতে জড়িতদের দলের কেউ নয় বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।

শুক্রবার চট্টগ্রামের আনোয়ারায় এক মতবিনিময় সভায় তারা এ মন্তব্য করেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক খোরশেদুল আলমের সঙ্গে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারার চাতুরীতে খোরশেদুল আলমের নিজ বাড়িতে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তারা কখনোই বিএনপি নয়। জনগণ তাদের প্রকৃত চেহারা সম্পর্কে জানে। তারা কেবল চাঁদাবাজ, শুধু চামড়াটা পাল্টে বিএনপির পরিচয় ব্যবহার করছে। বিএনপির আদর্শ ও গণমানুষের রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।”

সভায় আনোয়ারা উপজেলা বিএনপি নেতা মাহফুজুর রহমান পারভেজ, জাফর, চাতুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম মেম্বার, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসান, শাহাদত হোসেন, নজরুল ইসলাম লিটন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা নুরুল আজিম, ছাত্রনেতা সরওয়ারসহ নাছির, সিরাজ, এরশাদ, ইমরান, জালাল, ফারুক, মোজ্জামেল, শরীফ, আজম খান, ফয়েজ, মনির, আবির, শুভ, রাজু, তারেক, সোহেল, মামুন, দিদার, জুয়েলসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।