আনোয়ারায় ইসলামী আন্দোলনের সমাবেশ-মিছিল, ছিলেন জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা


রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় গণসমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার বিকালে দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আনোয়ারার টানেল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও পিআর সিস্টেমে নির্বাচনের দাবি জানান।

দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনে দলটির মনোনীত প্রার্থী হাফেজ ফরিদ আহমদ আনছারী এবং আনোয়ারা-কর্ণফুলী-১৩ আসনের প্রার্থী মাওলানা ইরফানুল হক হালিম।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ মিশকাতুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহি উদ্দীন খান জসিম, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ডাক্তার এমদাদুল হাসান, এনসিপির কেন্দ্রীয় সদস্য মুহাম্মদ জোবাইরুল আলম মানিক এবং খেলাফত মজলিসের নেতা মাহমুদুল করিম কাসেমি।

সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টানেল চত্বরের আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।