সাতকানিয়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ যুবক আটক


চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ২৯৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

আটক মো. আরমান (২৭) উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দোয়ারা এলাকার মো. মুবিন আলমের ছেলে।

সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বড়দোয়ারা এলাকায় আরমানের বাড়িতে অভিযান চালানো হয়।

তিনি বলেন, “আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।”

জব্দ করা ইয়াবাসহ আটক আরমানকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।