
দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম বিজয়ী হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
ঘোষিত ফলাফলে, ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্মের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোটের’ আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘শিক্ষার্থী ঐক্য ফোরামের’ আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১ হাজার ২৩৮ ভোট।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) পদে ছাত্রশিবির সমর্থক জোটের ফেরদৌস আল হাসান এবং এজিএস (নারী) পদে একই জোটের আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সংসদের অধিকাংশ পদেও শিবির সমর্থিত জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ভোট গণনা শেষে প্রায় ৪৮ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হলো।
