লায়নরা সেবায় পথপ্রদর্শক : জেলা গভর্নর মোসলেহ উদ্দিন আহমেদ অপু


যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে লায়ন সদস্যরা নিজেদের অর্থায়নে মানুষের পাশে দাঁড়ান বলে মন্তব্য করেছেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু।

শনিবার চট্টগ্রামের গোসাইলডাঙ্গা এলাকায় ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এক স্বাস্থ্য সেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “লায়ন্স ক্লাব শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে সেবা কার্যক্রমে পথপ্রদর্শক হিসেবে কাজ করছে।”

নগরীর গোসাইলডাঙ্গা শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে প্রায় চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকদের সহযোগিতায় ক্যাম্পে ছানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ, চোখের প্রাথমিক চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

ক্লাব সভাপতি লায়ন পুলিন চন্দ্র ঘরামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী। ডিস্ট্রিক্ট ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট জিএসটি লায়ন মোর্শেদুল হক, লায়ন তারেক কামাল, লায়ন মোহাম্মদ হোসেন রানা, রিজিয়ন চেয়ারপারসন লায়ন আশিকুল আলম, জোন চেয়ারপারসন লায়ন নুরুদ্দীন আরিফ চৌধুরী, লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন আব্দুল হালিম, লায়ন আব্দুর রাজ্জাক, লায়ন সাইফুল ইসলাম, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শওকত হোসেন এবং লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ফরিদ উদ্দিনসহ লায়ন ও লিও সদস্যরা।

ক্যাম্পে সেবা গ্রহণকারীরা জানান, খরচের কারণে যেসব চিকিৎসা গ্রহণ তাদের পক্ষে সম্ভব ছিল না, এই উদ্যোগ তাদের জন্য বড় সহায়ক হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।