চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে দুইটি ধারালো কিরিচসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে পোর্ট কানেকটিং রোডের কলকা সিএনজি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার আশরাফ আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম ওরফে রুবেল ও বাগেরহাট জেলার ফকিরহাট থানার মোঃ শাহিন ওরফে খোকন (২৮)।
এদের মধ্যে নজরুল সীতাকুন্ডের উত্তর সলিমপুর জাফরাবাদ ও খোকন আকবরশাহ থানার ফিরোজশাহ কলোনি এলাকায় বসবাস করে আসছেন।
পাহাড়তলী থানার ওসি রনজিৎ কুমার বড়–য়া জানান, ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার আসামি দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।