
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেওয়া ফটিকছড়ির বাসিন্দা আবদুল মোতালেব মুবিনকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ‘ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’।
রোববার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা জানানো হয়। মুবিন সংগঠনটির সাবেক সদস্য ছিলেন।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নেতারা বিভাগের শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
পরে সমিতির নেতারা তাদের উপদেষ্টা ও হালদা গবেষক অধ্যাপক মনজুরুল কিবরিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সংগঠনের কার্যক্রমের খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনি জানান, শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং ফটিকছড়ির শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি মিনহাজ উদ্দিন, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে সুমাইয়া ইলিন, কার্যকরী সদস্য শিল্পী বড়ুয়া, মুশফিক শাহরিয়ারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
