‘তারুণ্যের উৎসবে’ রাঙ্গুনিয়ায় কৃষি ব্যাংকের গ্রাহক সমাবেশ


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে গ্রাহক সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।

সোমবার উপজেলার আলমশাহ পাড়া মাদ্রাসা শাখায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

শাখার ব্যবস্থাপক মো. জাসেদ মিয়া তরুণদের উদ্দেশে সঞ্চয়ী হিসাব ও ঋণ সঠিকভাবে পরিচালনার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন হ্যাকার গ্রুপের বিষয়েও তিনি গ্রাহকদের সতর্ক করেন।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা সুপন তালুকদার, সুজন দাশ, তৌহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। তরুণদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টিতে এ ধরনের আয়োজন সহায়ক হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়।