বাঁশখালীতে ১৭ দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, থানায় জিডি


চট্টগ্রামের বাঁশখালীতে মোহাম্মদ মামুন (১৪) নামে এক মাদ্রাসাছাত্র ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় তার বাবা মনছুর আলম বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ মোহাম্মদ মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ‎পশ্চিম পুকুরিয়া ওসমানীয়া হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

তার বাবা মনছুর আলম জানান, মামুনের শিক্ষকের মাধ্যমে তিনি জানতে পারেন যে, গত ২৯ আগস্ট সন্ধ্যা থেকে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মনছুর আলম বলেন, “খবর পাওয়ার পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। এখন নিরুপায় হয়ে থানায় জিডি করেছি।”

নিখোঁজ মামুনের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বটতলী গ্রামে। তার বাবার নাম মনছুর আলম।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিখোঁজ মাদ্রাসাছাত্রের পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।