
চট্টগ্রামের বন্দর থানা এলাকায় মশাল মিছিল থেকে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের সাত সদস্যকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন জানান, সোমবার রাত ১০টার দিকে বড়পুল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাতজন হলেন- মো. ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মো. সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) এবং মইন উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় ওই ব্যক্তিরা মশাল ও লাঠিসোঁটা হাতে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিলেন। ঘটনাস্থল থেকে পোড়ানো বাঁশের মশালের অংশ, ইটের টুকরো এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ওসি আফতাব উদ্দিন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।”
