আনোয়ারায় ইপিজেড থেকে গাছ চুরির সময় ৪ জন গ্রেপ্তার

Arrest
চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড এলাকা থেকে আকাশমণি গাছ চুরির সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে ইপিজেডের নর্থ ব্লকের মরিয়ম আশ্রমের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কর্ণফুলী উপজেলার শিকলবাহার মোহাম্মদ আলীর ছেলে মো. দিদারুল আলম (৩০), দৌলতপুরের মৃত আবুল সৈয়দের ছেলে জলিল (৩৮), একই এলাকার মৃত নাসিমের ছেলে মো. ইসমাইল (৩৫) এবং শাহমীরপুরের মো. তৈয়বের ছেলে মো. তারেক (২২)।

কোরিয়ান ইপিজেড পুলিশ ক্যাম্পের ইনচার্জ সওকত হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের আকাশমণি গাছ, একটি দেশীয় তৈরি ভ্যানগাড়ি (নসিমন) এবং গাছ কাটার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

সওকত হোসেন আরও বলেন, গ্রেপ্তার চারজন—মো. দিদারুল আলম, জলিল, মো. ইসমাইল ও মো. তারেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।