
দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।
তবে সংগঠনটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন পদে লড়বেন বলে জানা গেছে।
মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে বাগছাসের বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব আল মাসনূন সংগঠনটির এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “বাগছাসের পক্ষ থেকে কোনো প্যানেল দেওয়া হচ্ছে না। সংগঠন হিসেবেও নির্বাচনে আসবে না বাগছাস। তবে ব্যক্তিগত উদ্যোগে স্বতন্ত্রভাবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারে।”
এরই মধ্যে সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আশরাফ চৌধুরীসহ অন্তত পাঁচজন নেতা স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আশরাফ চৌধুরী বলেন, “আমি স্বতন্ত্রভাবে ক্যারিয়ার উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচন করব। সংগঠন নির্বাচনে না এলেও আমরা বেশ কয়েকজন স্বতন্ত্রভাবে লড়ছি।”
কেন নির্বাচনে নেই বাগছাস
সংগঠনের নেতারা বলছেন, সম্প্রতি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভালো ফল না আসা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা চাকসুতে প্যানেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, সম্প্রতি স্থানীয় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির ব্যর্থতা এবং পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এ নিয়ে প্রক্টরের পদত্যাগসহ সাত দাবিতে শিক্ষার্থীদের অনশনও করতে হয়েছে, যা পরে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের আশ্বাসে ভাঙে। এমন পরিস্থিতিতে নির্বাচনে অংশ নেওয়াকে সমীচীন মনে করছে না সংগঠন।
আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত।
