চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন চট্টগ্রামের মেয়র শাহাদাত


কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে করা এক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী শহীদুল ইসলাম জানান, এ মামলায় মেয়র শাহাদাত হোসেনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত মেয়র শাহাদাত এবং আরেক আসামি মোজাফফর আহমেদকে মামলা থেকে অব্যাহতি দেন।

তবে মামলার তৃতীয় আসামি ফাতেমা জোহরার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৯ মার্চ নগরের চকবাজার থানায় মামলাটি দায়ের করেন চিকিৎসক লুসি খান, যিনি নগর বিএনপির সাবেক সহ-মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

মামলার এজাহারে লুসি খানের অভিযোগ ছিল, তার এনজিও ‘জীবন চিত্র ফাউন্ডেশন’ এর সচিব মহিউদ্দিন আহমদকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর আগে সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেয়র শাহাদাত হোসেন তার কাছে টাকা চেয়েছিলেন এবং চারটি খালি চেক নিয়েছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

মামলা দায়েরের পরপরই শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল।

তবে মেয়র শাহাদাত হোসেনের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়, সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় লুসি খান তার বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ এ মামলা দায়ের করেছেন।

আদালতের বেঞ্চ সহকারী শহীদুল ইসলাম আরও জানান, মেয়র শাহাদাত হোসেন নগরের কোতোয়ালি থানায় দায়ের হওয়া আরও দুটি রাজনৈতিক মামলা থেকেও খালাস পেয়েছেন।