রাঙ্গুনিয়ায় ডিসি সড়কের বেহাল দশা: সংস্কারের দাবিতে আবেদন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারুয়া ডিসি সড়কের বেহাল দশায় দুর্ভোগের শিকার হাজারো মানুষ। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক কলেজ শিক্ষক।

আবেদনকারী এম আনোয়ার হোসেন একজন মানবাধিকার কর্মী ও কলামিস্ট। তিনি উপজেলার ঘাটচেক থেকে রানীরহাট পর্যন্ত বিস্তৃত সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে বলে আবেদনে উল্লেখ করেন।

এম আনোয়ার হোসেন বলেন, “এটি উত্তর রাঙ্গুনিয়ার মানুষের প্রধান চলাচলের পথ। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অসুস্থ রোগী, গর্ভবতী নারী, বৃদ্ধ ও শিশুদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রেজাউল করিম মঙ্গলবার জানান, তারা আবেদনটি পেয়েছেন।

রেজাউল করিম বলেন, “ইতোমধ্যে আরটিআইপি-২ প্রজেক্টে সড়কটির তথ্য পাঠানো হয়েছে। প্রজেক্ট অনুমোদিত হলে পুরো রাস্তাটিই মেরামত করা হবে। তবে সাময়িক দুর্ভোগ কমাতে খানাখন্দগুলো সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, “বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।”