গ্যাস সিলিন্ডারের গুদামে শ্রমিকের সিগারেট থেকে আগুন, বিস্ফোরণে দগ্ধ ১০


চট্টগ্রামের সাতকানিয়া–চন্দনাইশ সীমান্তবর্তী এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সাতকানিয়া উপজেলার চন্দনাইশ সীমান্তবর্তী (দক্ষিণ বৈলতলী আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী) চরপাড়া এলাকায় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

চন্দনাইশ ফায়ার সার্ভিস জানিয়েছে, গুদামে সিলিন্ডার নামানোর সময় এক শ্রমিকের সিগারেট থেকে আগুন লেগে যায় এবং মুহূর্তেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- গুদামের মালিক মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ লিটন (২৮), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭) ও মোহাম্মদ ছালেহ (৩৩)।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, দগ্ধদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর।

চন্দনাইশ ফায়ার সার্ভিসের অপারেশন অফিসার সাবের আহমদ বলেন, সকাল ৬টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানান তিনি।