ছাত্রদলের দাবিতে চাকসুতে মনোনয়নপত্র জমা-সংগ্রহের সময় বাড়ল

শিক্ষার্থী সংগঠনগুলোর দাবির মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

নতুন সময় অনুযায়ী, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং আগামীকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত জমা দেওয়া যাবে।

আগের তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের এবং বুধবার বিকেল তিনটা পর্যন্ত জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল।

চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে সময় বাড়ানোর দাবিতে কমিশনের কাছে আবেদন করে ছাত্রদল ও ইসলামী ছাত্র মজলিস।

ছাত্রদলের শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের করা আবেদনে বলা হয়, সম্প্রতি গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে আহত অনেক শিক্ষার্থী এখনো গ্রামের বাড়িতে আছেন এবং বিভিন্ন বিভাগে পরীক্ষা চলায় অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি।

ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি সাকিব মাহমুদ ও সেক্রেটারি নাজমুস সাদাতের আবেদনেও শিক্ষার্থীদের একাডেমিক ব্যস্ততার কারণে সময় বাড়ানোর দাবি জানানো হয়।

এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

বিজয় ২৪ হলের সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিতে আসা শিক্ষার্থী সাদিয়া মাহসিন বলেন, “হারজিত থাকবেই, তবে এই উৎসবমুখর নির্বাচনে অংশ নিয়ে খুব ভালো লাগছে।”

নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ১ হাজার ৮৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।