লোহাগাড়ায় শাহ আলম হত্যা: আসামি গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম


চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে শাহ আলম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

হত্যাকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত লাবলু গ্রেপ্তার না হওয়ায় বুধবার সকালে আধুনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশ থেকে আসামিকে গ্রেপ্তারে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন কয়েকশ মানুষ।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং এনসিপি লোহাগাড়া শাখার প্রধান সমন্বয়ক মো. জহির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, দিনের আলোয় এ ধরনের হত্যাকাণ্ড সমাজকে আতঙ্কিত করেছে। দ্রুত ঘাতক লাবলুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, শাহ আলম একজন পরিশ্রমী ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। তার হত্যার বিচার বিলম্বিত হলে বৃহত্তর কর্মসূচি ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য দেন আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা মুহাম্মদ খালিদ জামিল, বড়হাতিয়া ইউপির সাবেক চেয়ারম্যান এমডি জোনাঈদ চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মো. রফিক দিদার, মানবাধিকার কমিশনের অধ্যাপক হামিদুর রহমান ও মুহাম্মদ নুরুচ্ছফা, সমাজ উন্নয়ন পরিষদের সর্দার মাওলানা নুরুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মো. শহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য ফরিদুল আলম, শাহাজাহান চৌধুরী পারভেজ, সাবেক সদস্য ডা. হায়াত মাহমুদ, যুবদল নেতা রেজাউল করিম, এনসিপি নেতা রিদওয়ান আর রায়হান, ছাত্র প্রতিনিধি মির্জা তামিম এবং ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমদ।