হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতি: অস্ত্রসহ ২ জন গ্রেপ্তার


চট্টগ্রামের হাটহাজারীতে ডাকাতির প্রস্তুতির সময় ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে মো. সাহাব উদ্দিন (৪৬) ও মো. আনিছ (৩০) নামে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের আরও তিন সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তার মো. সাহাব উদ্দিন ও মো. আনিছ দুজনেরই বাড়ি বাঁশখালী উপজেলায়। সাহাব উদ্দিনের বাবার নাম আহাম্মদ হোসেন এবং আনিছের বাবার নাম মো. খলিলুর রহমান।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফতেয়াবাদ এলাকার একটি বালিকা বিদ্যালয়ের পাশের পরিত্যক্ত গুদামে অভিযান চালায়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে এ অভিযানে আরও অংশ নেন হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া ও এসআই রুপন নাথ।

কাজী মো. তারেক আজিজ বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি টিপ ছুরি, তিনটি ধারালো দা এবং একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মো. সাহাব উদ্দিনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।