
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সঙ্গে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সংযোগ স্থাপনকারী কাজিরহাট-গাড়িটানা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে।
প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির খানাখন্দ ও কাদা-পানিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীসহ হাজারো মানুষকে। কাজিরহাট বাজার এলাকায় বড় বড় গর্তে পানি জমে সড়কটি ‘চষা জমিতে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
সড়কটির পাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, চা বাগান ও পর্যটন কেন্দ্র থাকায় এর গুরুত্ব অনেক। কিন্তু বেহাল দশার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়ছেন নিয়মিত যাত্রীরা।
স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, “রাস্তার অবস্থা এতটাই নাজুক যে হেঁটে চলাও কষ্টকর। বর্ষায় পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়, এতে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।”
ভূজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা আকতার বলে, “প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে হয়। এতে প্রায়ই ইউনিফর্ম ও বই-খাতা নষ্ট হয়ে যায়।”
সিএনজি অটোরিকশা চালক সেলিম উদ্দিন জানান, ভাঙাচোরা সড়কের কারণে প্রায়ই গাড়ি বিকল হয়ে যায় এবং গাড়ির মেরামত খরচ বেড়ে যাওয়ায় তাদের আয় কমে গেছে।
ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এইচ এম শাহজাহান চৌধুরী শিপন বলেন, “কাজিরহাট-গাড়িটানা সড়কটি এ অঞ্চলের প্রাণ। জনগণের দুর্ভোগ কমাতে সড়কটির সংস্কার জরুরি।”
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ জানান, সড়কটির ১০ কিলোমিটারের মধ্যে প্রথম ধাপে ৬ কিলোমিটার সংস্কারের জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “জনগণের কষ্টের বিষয়টি আমরা অবগত। প্রস্তাবটি দ্রুত অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংস্কার কাজে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”
