সাতকানিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ৪ শ্রমিককে ঢাকায় স্থানান্তর


চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ চার শ্রমিককে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার রাতে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধ শ্রমিকরা হলেন মাহবুবুর রহমান (৪৫), ইদ্রিস আলী (২৭), রিয়াজ উদ্দিন (২০) ও ইউসুফ আলী (৩২)। তারা সবাই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বলতলী গ্রামের বাসিন্দা।

ইনস্টিটিউটের চিকিৎসকদের তথ্যমতে, মাহবুবুর রহমানের শরীরের ৫০ শতাংশ, ইদ্রিস আলীর ৬০ শতাংশ, রিয়াজ উদ্দিনের ৪২ শতাংশ এবং ইউসুফ আলীর ৫৭ শতাংশ পুড়ে গেছে।

আহতদের স্বজনরা জানান, বুধবার সকালে সাতকানিয়ার একটি গুদামে গ্যাস সিলিন্ডার রাখার সময় এক শ্রমিকের সিগারেট থেকে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে দশজন দগ্ধ হন।

আহতদের প্রথমে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মাহবুবুর রহমান, ইদ্রিস আলী, রিয়াজ উদ্দিন ও ইউসুফ আলীকে রাতেই ঢাকায় পাঠানো হয়।