রাঙ্গুনিয়ায় ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) ১০০ জন সদস্যের ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার সকালে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

তিনি তার বক্তব্যে বলেন, “ভিডিপি সদস্যরা গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বাস্তব জীবনে এই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে, সেটিই আমাদের প্রত্যাশা।”

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুমন শর্মা, উপজেলা মহিলা প্রশিক্ষিকা নাদিরা পারভীন, সাংবাদিক ইসমাঈল হোসেন নয়ন, কোম্পানি কমান্ডার মো. শহীদউল্লাহ এবং ভিডিপি লালানগর ইউনিয়নের দলনেতা কাজী সিরাজুল হক।

বক্তব্যের সময় বিশেষ অতিথি সুমন শর্মা, নাদিরা পারভীন, ইসমাঈল হোসেন নয়ন, মো. শহীদউল্লাহ এবং কাজী সিরাজুল হক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে ভিডিপি সদস্যদের দক্ষতা বৃদ্ধি পাবে ও গ্রামীণ সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ভূমিকা আরও কার্যকর হবে।