
নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর প্রকাশ করাকে কেন্দ্র করে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
শুক্রবার এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, “সংবাদ সংগ্রহে গিয়ে এই ধরনের হামলার শিকার হওয়ার ঘটনা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর চড়াও হওয়া চরম নিরাপত্তাহীনতারই বহিঃপ্রকাশ।”
বিবৃতিতে রিয়াজ হায়দার চৌধুরী এবং সবুর শুভ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নরসিংদী সদর হাসপাতাল চত্বরে হামলার শিকার হন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আইয়ুব খান সরকার এবং সময় টিভির স্টাফ রিপোর্টার আশিকুর রহমান।
এর আগে ওইদিন ভোরে নরসিংদীর আলোকবালী ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. ইদন মিয়া (৬০) নামে একজন নিহত ও পাঁচজন আহত হন। সেই সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের খবরটিতে ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষ’ উল্লেখ করায় একদল কর্মী সাংবাদিক আইয়ুব খান সরকারের ওপর চড়াও হয় এবং তাকে মারধর করে। এতে তার মাথা ফেটে যায়। এ সময় তাকে বাঁচাতে গেলে আশিকুর রহমানকেও কিলঘুষি মারা হয়।
