
চট্টগ্রামের লোহাগাড়ায় চাচাতো ভাই শাহ আলমকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহনেওয়াজ লাভলুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তারের পর শাহনেওয়াজ লাভলুকে শনিবার সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত ১২ সেপ্টেম্বর সকালে লোহাগাড়ার আধুনগর ঘাটিয়ারপাড়া এলাকায় বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে শাহ আলমের ওপর হামলার ঘটনা ঘটে। কোদালের আঘাতে গুরুতর আহত শাহ আলম পরে মারা যান। ঘটনার পর থেকেই শাহনেওয়াজ লাভলু পলাতক ছিলেন।
এ ঘটনায় শাহ আলমের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শাহনেওয়াজ লাভলুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় লাভলুর স্ত্রী খতিজা বুলবুল এবং তাদের দুই ছেলে মারুফ ও মাহিমকেও আসামি করা হয়।
মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় গত বুধবার স্থানীয়রা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করে ২৪ ঘণ্টার মধ্যে শাহনেওয়াজ লাভলুকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছিল।
